সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের অফিসে পাঠশালার ছাত্র ছাত্রীদের নিয়ে সদস্যবৃন্দরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্ম জয়ন্তী উদযাপন করলো। সংগঠনের সদস্যরা এবং ছাত্র ছাত্রীরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মাল্যদান করার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অফিস প্রাঙ্গণে অনুষ্ঠান শেষ করে সংগঠনের সদস্যরা ছাত্র ছাত্রীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে নেতাজি মূর্তির পাদদেশে উপস্থিত হয়। সেখানে সংগঠনের তরফ থেকে সক্রিয় সদস্য মাসুদ আলম নেতাজি মূর্তিতে মাল্যদান করে।
উপস্থিত ছিলেন সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সহ সভাপতি গার্গী সরকার, কোঅর্ডিনেটর কুরবান আলী ও আহাসান আলী, কোর কমিটির সদস্য মীরা রজক, শিক্ষক/সদস্য মাসুদ আলম, মানব দাস, রাজীব কর, সক্রিয় সদস্য সাব্বির আহমেদ, সেরাজুদ্দিন সেখ, জয়ন্তী ভকত।
Images: See Images on Facebook Post
Post a Comment
Please do not enter any spam links in the comment box.