
সমস্ত মহান কাজের মধ্যে রক্তদান একটি অন্যতম। আপনার দান করা কিছু পরিমাণ রক্তের বিনিময়ে ফিরে আসতে পারে একটি প্রাণ। তাই এখন থেকে নিজেকে এই মহান কাজটির দিকে এগিয়ে দিন।
সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠন ও উৎসর্গ সংস্থা কোনো ব্লাড ব্যাংক নয়, তবুও আমরা বিভিন্নভাবে সাধারণ মানুষকে রক্তের জোগান দিয়ে এসেছি। আমাদের উদ্দেশ্য “একে অপরকে সাহায্য করা”। রক্তের প্রয়োজন একদিন সবার হবে, তাই “কালকে আপনার রক্তের প্রয়োজন হবার আগে, আজকে আপনি কাউকে দান করুন”। চলুন আমরা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে অন্তত একজন করে রক্তদাতা তৈরি করি। এভাবেই আমরা রক্তের অভাব মেটাতে পারবো।
আমরা একটি তালিকা তৈরি করব। সেখানে আপনার কিছু তথ্য আমাদের দিতে হবে। যেমন ধরুন আপনার নাম, ঠিকানা, রক্তের গ্রুপ ও মোবাইল নম্বর। আমরা এই তথ্য আমাদের ওয়েবসাইট এ আপলোড করে রাখবো। যখন কোনো ব্যাক্তির প্রয়োজন পড়বে আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনার প্রয়োজনে আপনিও সেই তালিকা থেকে রক্তদাতা খুঁজে নেবেন। কোনো ধরণের অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।