২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে অফিস প্রাঙ্গণে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক আর জে আই বিট্টু পতাকা উত্তোলন করেন ও বক্তব্য রাখেন এবং পাঠশালার ছাত্র ছাত্রীরা কবিতা পাঠ করে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি গার্গী সরকার, কোঅর্ডিনেটর আহাসান আলী, কুরবান আলী, সক্রিয় সদস্য ও শিক্ষক মাসুদ আলম এবং মানব দাস, সক্রিয় সদস্য সাব্বির আহমেদ, সেরাজুদ্দিন সেখ, সোহেল সেখ। তিনারা মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন পাঠশালার ছাত্র ছাত্রী বৃন্দরা।
Images: See Images on Facebook Post
Post a Comment
Please do not enter any spam links in the comment box.