Homeবস্ত্র বিতরণ দূর্গাপূজা উপলক্ষে আজ জুগোর কুন্দরী গ্রামে বয়স্ক মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয় Saturday, October 01, 2022 0 সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জুগোর কুন্দরী গ্রামে বয়স্ক মানুষদের জন্য দূর্গাপূজা উপলক্ষে আজ বস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
Post a Comment
Please do not enter any spam links in the comment box.