সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সাগরদীঘি নেতাজী মূর্তির পাদদেশে ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হল। এদিন পতাকা উত্তোলন করেন সাগরদীঘি BL & LRO মাননীয় নীলেশ্বর ভট্টাচার্য মহাশয়, বি. এম. ও. এইচ. মাননীয় ডঃ এম এ শামিম মহাশয়, সাগরদীঘি থানার সাব-ইন্সপেক্টর মাননীয় প্রিয়তোষ রাজপুত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন এ. এস. আই. মাননীয় রাফিকুল ইসলাম মহাশয়, সাগরদীঘি এস. এন. হাইস্কুলের শিক্ষক মাননীয় শচীন পাল মহাশয় ও শিক্ষক গৌরব সাহা মহাশয় এবং সমাজসেবী পরিতোষ বন্দোপাধ্যায় সহ সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও নাগরিক গন।
সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সাগরদীঘি নেতাজী মূর্তির পাদদেশে ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন
0
Post a Comment
Please do not enter any spam links in the comment box.