ফারাক্কার এক অসুস্থ রোগীর জরুরি রক্তের প্রয়োজনে উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের বোখারা শাখার কো-অর্ডিনেটর সন্দীপ ফুলমালী ও রহিম সেখের সহযোগিতায় জঙ্গিপুর ব্লাড সেন্টারে রক্ত দিতে এগিয়ে আসে হাসারুল সেখ।
উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে হাসারুল সেখকে রক্তিম অভিনন্দন জানাই।
Post a Comment
Please do not enter any spam links in the comment box.