গান্ধীজির জন্ম দিবস উপলক্ষ্যে দুঃস্থ অসহায় ব্যক্তিদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে উৎসর্গ স্বেচ্ছাসেবী সংগঠনের বোখারা শাখার আত্মপ্রকাশ ঘটলো। একই সঙ্গে মুর্শিদাবাদের বিভিন্ন সংগঠনকে সংবর্ধনা দিয়ে সন্মানিত করা হয়। এই দিন বস্ত্র হাতে পেয়ে এলাকার দুঃস্থ মানুষেরা খুব খুশি হয়েছেন এবং এই সংগঠনের সদস্য ও সদস্যা দের দোয়া ও আশীর্বাদ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগারদিঘি থানার ওসি মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়, বিশিষ্ট সমাজসেবী তথা জঙ্গিপুর লোকসভার এম. পি. মাননীয় খলিলুর রহমান মহাশয়, খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিষ মার্জিত মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন মুস্তাফিজুর রহমান, অলোক চ্যাটার্জী, আর জে আই (বিট্টু) ও এলাকার বিশিষ্ট ও গুণীজন ব্যক্তিরা।
গান্ধী জয়ন্তী উপলক্ষে দুঃস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে উৎসর্গ সংগঠনের বোখারা শাখার আত্মপ্রকাশ
0












Post a Comment
Please do not enter any spam links in the comment box.