তিনজন মুমুর্ষু রুগির রক্তের প্রয়োজনে ফোন আসে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। রুগির পরিবারকে সংগঠনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় রক্তের ব্যবস্থা হয়ে যাবে। অবশেষে বিকেল তিনটে নাগাদ সক্রিয় সদস্য অতনু সাহা ও কুরবান আলীর প্রচেষ্টায় সাকিল সেখ, বিট্টু সরকারের প্রচেষ্টায় প্রয়াস ভকত এবং আরেকটি অতনু সাহার সহযোগিতায় সামিউল সেখ রক্ত দিতে এগিয়ে আসে।
একটি রুগি সাগরদীঘি হাসপাতালে ভর্তি, অন্যদিকে বহরমপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রুগি।
সামনে ভোট এবং রমজান মাস দয়াকরে সকলেই এগিয়ে আসার চেষ্টা করুন। ধন্যবাদ!
সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রয়াস ভকত, সাকিল সেখ এবং সামিউল সেখকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন, আর এভাবেই মানুষের পাশে থাকুন। ধন্যবাদ!
Post a Comment
Please do not enter any spam links in the comment box.