সকলের আশীর্বাদ, ভালোবাসা ও সহযোগিতায় আজ ১০ই মার্চ বুধবার থেকে শুরু হলো সম্ভবত প্রতি মাসে একদিন করে যেকোনো গ্রামে কিছু বাচ্চাদের দুপুরের খাবার খাওয়ানোর পদক্ষেপ। তাই আজ সাগরদীঘির ঈশ্বর বাটী আদিবাসী গ্রামে প্রায় ১০০ জন শিশু ও কিছু গ্রামের মানুষের সঙ্গে সময় কাটালেন সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আজ তাদের জন্য আয়োজন করা হয়েছিল সকালে টিফিন, তারপর তাদের সঙ্গে খেলাধুলা ও দুপুরের আহার। এই পদক্ষেপে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন সমাজসেবী অরুপ মন্ডল মহাশয় ও এহেতাসামুদ্দিন সেখ (বুজু) মহাশয়।
সহযোগিতায় - এহেতাসামুদ্দিন সেখ (বুজু)
আপনারাও এগিয়ে আসুন, পাশে থাকুন। ধন্যবাদ!
Post a Comment
Please do not enter any spam links in the comment box.