আজ বীর বিপ্লবী রাজগুরু, শুকদেব ও ভগৎ সিংহের বলিদান দিবস উপলক্ষ্যে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সাগরদীঘি বি.ডি.ও. অফিসে অনুষ্ঠিত হলো রক্ত দান শিবির। এই রক্ত দান শিবিরে সকল রক্ত দাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই শিবিরে উপস্থিত ছিলেন সাগরদীঘি বি.ডি.ও. মাননীয় সুরজিৎ চ্যাটার্জী মহাশয়, সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ মণ্ডল মহাশয়, ডাঃ দেবজ্যোতি রায়, বোখারা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান দিপু সেখ, B.L.R.O, সমাজসেবী পরিতোষ বন্দোপাধ্যায় এবং সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও নিফা সংস্থা।
রক্ত দান জীবন দান! আসুন সকলে মিলে প্রতিটি বাড়িতে রক্ত দাতা তৈরি করি।
Post a Comment
Please do not enter any spam links in the comment box.