আজকে সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পুলওয়ামা হত্যাকাণ্ডে শহীদ বীরদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হল। আমরা শোকাহত, আমরা ভীষণ ভাবে মর্মাহত। শহীদ বীর জওয়ানদের আত্মার শান্তি কামনা করি।
পুলওয়ামা হত্যাকাণ্ড:
দু বছর আগে ঠিক আজকের দিনে ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকান্ড, প্রত্যেকটা ভারতবাসীর কাছে কালা দিবস।
আজ ১৪ই ফেব্রুয়ারি সেই অভিশপ্ত দিন। শ্রীনগর-অনন্তনাগ হাইওয়ে দিয়ে জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল ২৫০০ CRPF জওয়ানদের একটি কনভয়। অবন্তিপুরার লটেপারার কাছে উল্টো দিক দিয়ে ঢুকে পড়ে একটি গাড়ি, সেই গাড়িতেই ছিল বিস্ফোরক, কারও কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় বিস্ফোরণ। কনভয়ের ৫৪ নম্বর ব্যাটেলিয়ানের বাসটি গাড়ির সামনে উপস্থিত ছিল জওয়ানদের একটি বাস উড়ে যায় বিস্ফোরণে। প্রাণ হারায় ৪ জনের বেশি ভারত মাতার বীর সন্তান। এই ভয়াবহ হত্যালীলা দেখে কেঁপে উঠে ভারত সহ সারা পৃথিবী।
ভেসে আসে সারা দেশ জুড়ে কান্নার রোল, শুধু শহীদ দের পরিবার না, প্রত্যেক ভারতীয় সেদিন কান্না ধরে রাখতে পারেনি।
১৪ ই ফেব্রুয়ারি সারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। ভারত ও সেদিন তাই করছিল, কেও জানত না একটি মুহূর্তে এই ভাবে সেটি দুঃখের দিনে পরিণত হবে।
সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠন শ্রদ্ধাঞ্জলি জানাই সেই বীর শহীদদের। নির্দোষ ওই আত্মা গুলোর শান্তি কামনা করি। সেলাম জানায় আপনাদের দেশের প্রতি ভালোবাসা কে। নিজের শরীর ক্ষত-বিক্ষত করে দেশ কে অক্ষুন্ন রাখা প্রত্যেক বীর জওয়ান কে জানায় প্রণাম। আপনাদের আত্মত্যাগ প্রেরিত করে ভারতবাসী কে, আপনারা শেখান দেশ কে ভালোবাসতে।
Post a Comment
Please do not enter any spam links in the comment box.