আজ দুপুরে বই এর জন্য পথে হাঁটলেন সাগরদিঘীর জনসাধারণ, সাগরদীঘি থানার ওসি মাননীয় সুমিত বিশ্বাস মহাশয়, বই মেলা কমিটি, বিভিন্ন ছাত্রছাত্রী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তারপর বিকেলে সাগরদিঘী ৪র্থ বইমেলার শুভ সূচনা করেন জঙ্গিপুর পুলিশ সুপার মাননীয় ওয়াই রঘুবংশী মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন আধিকারিকগন ও বিশিষ্ট ব্যক্তিগণ।
প্রতি বছরের ন্যায় এবছরও বই মেলায় সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের একটি স্টল আছে সেখানে সমাজমুলক সচেতন বার্তা, রক্ত সম্পর্কীয় ও বিভিন্ন বিষয়ে সচেতন বার্তা দেওয়া হচ্ছে, সেই সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের স্টলের ফিতে কেটে উদ্বোধন করলেন সাগরদীঘি থানার ভারপ্রাপ্ত ওসি মাননীয় সুমিত বিশ্বাস মহাশয় ও সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান অরূপ মণ্ডল মহাশয়।
সকলের কাছে সাগরদিঘী স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আবেদন সকলেই বইমেলায় আসুন বই কিনুন বই পড়ুন বই উপহার দিন।
Post a Comment
Please do not enter any spam links in the comment box.