৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন করলো সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ পতাকা উত্তোলন করলেন সাগরদীঘি বি,ডি,ও মাননীয় শুভজিৎ কুন্ডু মহাশয় ও সাগরদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয় অরুপ মন্ডল মহাশয়।আজ প্রভাত ফেরীর মাধ্যমে সচেতন বার্তা দেওয়া হয় ও রাস্তায় যাদের মুখে মাস্ক নেই তাদের হাতে মাস্ক ও চকলেট তুলে দেওয়া হয়।
সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন। সাগরদীঘি স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

















Post a Comment
Please do not enter any spam links in the comment box.